পিরোজপুরে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার ভাই সাবেক মেয়র হাবিবুর রহমানের বাড়িতে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল বুধবার রাত একটার দিকে শহরের পাড়েরহাট সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০ টা থেকে পিরোজপুর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায় ছাত্র-জনতা। রাত একটার দিকে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন বলেশ্বর ফিলিং স্টেশনে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এ সময় জনতাকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মুকিত হাসান খান বলেন, ‘আমি ঢাকায় রয়েছি। বিভিন্ন মাধ্যমে আমরা আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে আগুনের বিষয়ে জানতে পেরেছি।’
এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত পতিত সরকারের প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দেবেন। এরপর রাত ৯টায় শেখ হাসিনা ভাষণ দিলে পিরোজপুরের ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে।
বিডি প্রতিদিন/মুসা