রাজবাড়ীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বুধবার দুপুর ২টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
দলীয় কার্যালয় থেকে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (হারুন)।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের লিফলেট বিতরণ প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই।
বিডি প্রতিদিন