কুতুবদিয়ায় ভেকু মেশিন (এস্কেভেটর) দিয়ে সড়কের পাশে মাটি কাটার দায়ে হোছাইন গণি নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড ও জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার বাসিন্দা শহিদুল্লাহর পুত্র হোছাইন গণিকে এক সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার আজম সড়কের পাশে ভেকু মেশিন লাগিয়ে মাটি কেটে ছিল।
খবর পেয়ে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড ও জরিমানা করেন। এ অভিযানে কুতুবদিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই