সুনামগঞ্জের যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর গোড়া থেকে বালু উত্তোলন করায় হুমকির মধ্যে পড়েছে শতকোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটি। এটি রক্ষার দাবি জানিয়ে মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত অভিযোগ করেছেন তাহিরপুর উপজেলার মোদেরগাঁও গ্রামের তৈয়ব আলীর ছেলে খছরু মিয়া।
অভিযোগে বলা হয়, হাওর অধ্যুষিত তিনটি উপজেলায় যোগাযোগের জন্য শত কোটি টাকা ব্যয় করে যাদুকাটা নদীতে একটি সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। কিন্তু সেতুটির পিলারের নিচসহ আশপাশের এলাকা থেকে পাড় কেটে স্থানীয় একটি অসাধু বালুখেকো চক্র প্রতিনিয়ত বালু উত্তোলন করায় সেতুটিকে হুমকির মুখে ফেলেছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে সেতুটির পিলার যেকোনো সময় ধসে পড়তে পারে।
উল্লেখ্য, যাদুকাটা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে হাওরের উপজেলা তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগরের মানুষের দীর্ঘ অবসান ঘটবে। হাওর অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। বদলে যাবে পিছিয়ে পড়া অঞ্চলের অর্থনীতির চিত্র।
অভিযোগ আরও করা হয়, যাদুকাটা বালু মহালের ইজারাদাররা প্রশাসন নির্ধারিত তফসিলভুক্ত সীমানা থেকে দুই কিলোমিটার দূরে সরে এসে নির্মাণাধীন যাদুকাটা সেতুর নিচ ও সংলগ্ন এলাকায় তীর কেটে সেতুটিকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। বালুখেকো চক্রের এমন দৌরাত্ম্য বন্ধে কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়।
সুনামাগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই