খাগড়াছড়িতে শ্রী শ্রী বাণী অর্চনা উপলক্ষ্যে গীতা পাঠ, চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে এবং শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা পর্ষদ, খাগড়াছড়ি-এর সহযোগিতায় মঙ্গলবার দুপুরে লোকনাথ মন্দিরে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ বাবার সেবাশ্রম প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।
শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরে সদস্য সচিব তরুণ কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের সাধারণ সম্পাদক তাপস কুমার দে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশ, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, যুগ্ম সম্পাদক সমির মল্লিক।
বিডি প্রতিদিন/জামশেদ