সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে হত্যা চেষ্টা মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাড়াশ আমলী আদালতে তাকে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে সোমবার রাতে ঢাকার কলাবাগান থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২ এর একটি টিম। পরে র্যাব-১২ মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। তাড়াশ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ভাংচুর এবং হত্যা চেষ্টার ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে অধ্যাপক আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এই হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ