‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানে ঠাকুরগাঁও পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে এবং শহরজুড়ে বৃক্ষরোপন করার মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধির করার লক্ষে আলোচনা সভা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুুপুরে ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য দেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম প্রমুখ।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা এবং শহরজুড়ে বৃক্ষরোপন করার মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধির করা সম্ভব বলে জানান বক্তারা।
সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এ সময় উন্মুক্ত আলোচনা সভায় পৌরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপনের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বেশকিছু প্রস্তাবনাও উঠে আসে।
বিডি প্রতিদিন/জামশেদ