বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে শহরের রহমান নগর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিশাল শেখ শহরের রহমান নগর এলাকার সোনা মিয়ার ছেলে। তিনি বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস, এম মঈনুদ্দীন জানান, বিশাল শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। রবিবার রাতে শহরের রহমান নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ