বহুল আলোচিত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ৮ম বার্ষিকীতে নানা কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিক ও শিমুলের পরিবারের স্বজনরা।
এ উপলক্ষে সোমবার সকালে প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে সংগঠনের সভাপতি এম এ জাফর লিটনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুন্ডু, সহ-সভাপতি রাসেল সরকার, সাংবাদিক আবুল কাশেম, জহুরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন ও প্রয়াত শিমুলের স্ত্রী নুরুন্নাহার প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলার সময় পেশাগত দায়িত্ব পালনকালে তৎকালীন মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুর গুলিতে সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি শিমুল আহত হন। পর দিন তিনি মৃত্যুবরণ করেন।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় প্রয়াত সাংবাদিকের স্ত্রীর দায়ের করা মামলায় হালিমুল হক মিরুসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। কিন্তু ৮ বছর অতিবাহিত হলেও আজও মামলার বিচারকার্য শুরু হয়নি। মামলাটি আসামিদের আবেদনের প্রেক্ষিতে রাজশাহী বিশেষ ট্রাইব্যুনালে স্থগিত অবস্থায় রয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ হত্যা মামলার দ্রুত বিচারকার্য শুরুর দাবি করেছেন গণমাধ্যমকর্মী ও নিহতের স্বজনরা।
বিডি প্রতিদিন/জামশেদ