নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারালো আনোয়ার হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী। এসময় তার শিশু ছেলে কাজী আরাভ (৮) মারাত্মক আহত হয়। আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কাভার্ডভ্যান ও চালককে আটক করেছে তালতাল বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ।
রবিবার সন্ধ্যায় হাইওয়ে সড়কের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার জামপুর ইউনিয়নের মহজপুর কাজী বাড়ির মৃত মহিউদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) সড়কে রবিবার সন্ধ্যায় চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানটি বস্তল এলাকায় পৌঁছালে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত হয়। এসময় নিহত ব্যক্তির শিশু ছেলে মারাত্মক আহত হয়।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যান ও চালককে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন