কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ হেল বাকীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে ও গতরাতে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ হেল বাকী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেক জোয়াদ্দার ও বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি প্রতাপ চন্দ্র।আব্দুল্লাহ হেল বাকী কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের মৃত আব্দুল্লাহ খন্দকারের ছেলে, খালেক জোয়াদ্দার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভির গ্রামের মৃত নুরুল জোয়াদ্দারের ছেলে এবং প্রতাপ চন্দ্র মধ্য বড়ভিটা গ্রামের কবিন চন্দ্রের ছেলে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ তিনজনকে দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল