ডিসির প্রস্তাব প্রত্যাখান করে ফেনী জেলা ক্রীড়া সংস্থার ‘বিতর্কিত কমিটি’ বাতিলের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ক্রীড়া সংগঠক ও বিভিন্ন একাডেমির খেলোয়াড়রা।
শনিবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ক্রিকেট সংগঠক, সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংশ্লিষ্টরা।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন ফেনী জেলার ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন দলের খেলোয়াড়সহ বিভিন্ন পেশার মানুষ।
বক্তারা ১ দিনের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার অবৈধ কমিটি বাতিলের হুশিয়ারি দেন এবং আগামী এক সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণার দেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ক্রীড়ামোদীদের সম্মতিতে ফেনী জেলা প্রশাসকের (ডিসি) পাঠানো কমিটিকে উপেক্ষা করে জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত ৯ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি রাতের মধ্যে জানাজানি হলে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাবেক খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক, কোচ, ম্যানেজার, সংগঠক, ছাত্রসমাজ ও সচেতন মহলের ক্ষোভের সৃষ্টি হয়। তারা অবিলম্বে এ কমিটি বাতিলের জন্য আন্দোলনে নামবেন বলে গণমাধ্যমেকে জানান এবং যথারীতি এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সাবেক সভাপতি ইমন উল হকের সভাপতিত্বে ক্রিকেট কোচ কপিল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাইজিং ব্রাদার্স ক্রিকেট ক্লাবের সভাপতি মতিউর রহমান সোহেল, ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, ফেনী জেলা রেপারিজ এসোসিয়েশনের ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সদস্য আসাদুজ্জামান দারা, ইয়াং ফ্রেন্ডস ক্লাবের মোহাম্মদ শাহরিয়ার, ফেনী ড্রাগন কারাতে এসোসিয়েশনের প্রশিক্ষক মাহফুজ, সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ও কোচ মোহাম্মদ হান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনীর ছাত্র সমন্বয়ক মুহাইমিন তাজিম, সাবেক ফুটবলার মোহাম্মদ হেলালসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল