উত্তরবঙ্গের ১৬ জেলার ইঞ্জিনিয়ারদের দিনব্যাপী মিলনমেলা গতকাল শুক্রবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারর্স, বাংলাদেশ (আইইবি) এর সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ণ বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী মো. আশরাফ উদ্দীন বকুল, গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলমসহ উত্তরাঞ্চলের পাঁচ শতাধিক ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আইইবি সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, আর্থিকভাবে অসচ্ছল প্রকৌশলী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে অবহেলিত উওরাঞ্চল এগিয়ে যায়।
প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ারদের একত্রিত করে একটি ছাতার মধ্যে এনে পারস্পারিক যোগাযোগ এ ভূমিকা রাখা এবং উত্তরাঞ্চল প্রকৌশলীদের উৎসাহ প্রদান করতে হবে।
উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম ২০১৪ সাল থেকে ১৬ টি জেলার ইঞ্জিনিয়ারদের নিয়ে তাদের কর্মতৎপরতা অব্যাহত রেখেছে। সংগঠণটির মূল উদ্দেশ্য হচ্ছে ঐক্য, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, আর্থসামাজিক উন্নয়ন, সকল ইঞ্জিনিয়ারদের মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা এবং দেশ ও জাতির সাথে নিজেকে প্রতিষ্ঠিত করা।
গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, তারা উত্তরবঙ্গের ১৬ টি জেলার ডাইরেক্টরি প্রকাশ করেছেন, যা উত্তরবঙ্গের মানুষের মধ্যে পারস্পারিক যোগাযোগের মাইলফলক হিসেবে কাজ করছে।
বিডি প্রতিদিন/নাজমুল/জেই