প্রকৌশলী মিনহাজকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ২৮ জানুয়ারী সন্ধ্যায় কুপিয়ে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় আজ শনিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী ও পরিবারের লোকজন।
জানা যায়, মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মিনহাজ। বাবা রফিকুল ইসলাম কেন্দ্রীয় ওলামা দলের সাধারণ সম্পাদক। মিনহাজ ছাত্রদলের সমর্থক এবং জুলাই অভুথানের সক্রিয় কর্মী ছিলেন। তিনি একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। কদমতলি সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় পিতা-মাতা, স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতেন।
মিনহাজের বাবা বলেন, আমার ছেলে কি দোষ করেছে? আমরা প্রশাসনের কাছে বিচার চাই। কেন এমন নির্মমভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে? অতিদ্রুত সময়ে অপরাধীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি।
মিনহাজের মা বলেন, ‘আমি জনগণের কাছে বিচার চাই। যারা ছেলেকে হত্যা করেছে তাদের বিচার চাই। খুনিদের ফাঁসি চাই। আমি আইনের প্রয়োগ চাই। আমার বউমা ৫ মাসের অন্ত:সত্ত্বা। আমরা সেই অনাগত সন্তানকে কি উত্তর দিব?’
মামলার আসামিরা হলো- আরহান সরকার মাহফুজ ওরফে কিং মাহফুজ (২৬), শাওন (২৬), সাইফুল (২৪), সৌরভ কাজী (২৪), আলফাজ (২৬), শাহিন রহমান শুভ (২৬), জাকির হোসেন ইকবাল (২৮), রাসেল (২৬), ইব্রাহিম (২৬) সহ অজ্ঞাতনামা ১০/১২জন।
বিডি প্রতিদিন/জামশেদ