মুন্সিগঞ্জ সদরের মেঘনা তীরের গ্রামে প্রতিপক্ষের হাতে অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ডাকাত বাহিনীর ১২ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টার দিকে সদর থানায় এ মামলা রুজু করে পুলিশ। গুলিবিদ্ধ নারীর স্বামী সম্রাট হোসেন বাদী হয়ে ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের ভাই শাহীন বেপারীসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৭ জনের নামে এ মামলা দায়ের করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষ ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের ভাই শাহীন বেপারীর নেতৃত্বে সংঘবদ্ধ গ্রুপ কালীরচর গ্রামের রাজু সরকারের বাড়িতে সকালে হামলা চালায়। এসময় রাজুকে না পেয়ে তার বোন ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকি আক্তারকে সামনে পেলে গুলি ছুড়ে। এতে ওই নারী উরুতে গুলিবিদ্ধ হন। পিংকির ভাই রাজু ডাকাত কিবরিয়া মিজির সহযোগী।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে কালীরচর গ্রামের অদুরে মেঘনা নদীতে কানা জহির ও কিবরিয়া মিঝির দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ২ জন নিহত হওয়ার জের ধরে ওই নারী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় অন্তঃসত্ত্বা নারীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।