‘ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়ব’ -এই প্রত্যয় নিয়ে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
আজ শনিবার সকাল ১০টায় পলিটেকনিক ইনস্টিটিউট অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্র শিবির এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র কল্যাণ ও সমাজ সেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহনগরের সাবেক সভাপতি ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ্ আন নাহিয়ান।
পলিটেকনিক ইনস্টিটিউট শাখা সভাপতি সিয়াম হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম নূর। বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান, সাবেক ছাত্র আব্দুল কাইয়ুম প্রমুখ। এতে পলিটেকনিকের শিক্ষক, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্র শিবিরের জেলা, উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষার বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয়।
বিডি প্রতিদিন/জামশেদ