মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী বিদ্যালয় মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন রাজারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শিবচর উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম।
এ সময় উপস্থিত ছিলেন সন্ন্যাসীরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. কহিনুর হাওলাদার, সন্ন্যাসীরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মৃধা, শিবচর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল হাওলাদার প্রমুখ। রাজারচরের যুব সমাজের সহযোগিতা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ১২ বছর পর বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পরে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে তারা অনেক আনন্দিত।
বক্তারা বলেন, দেহ ও মন উভয়ের সমন্বেেয় গঠিত হয় জীবন। মনের উন্নতির জন্য যেমন জ্ঞানচর্চার প্রয়োজন, তেমনি দেহের উন্নতির জন্য প্রয়োজন দেহ চালানো। খেলাধুলা শরীর সঞ্চালনের বিশেষ সহায়ক, এজন্য প্রত্যেক বিদ্যালয়ে বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলার ব্যবস্থা রাখা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তার মূল্যায়ন করা হয়।
তারা আরও বলেন, ক্রীড়া প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতার আসরই নয়, এটি ক্রীড়া মনোভাবেরও এক অসাধারণ প্রদর্শনী।
বিডি প্রতিদিন/জামশেদ