রংপুরের মিঠাপুকুরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সাতটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা টাটা কোম্পানির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে- চারটি যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে চারটি বাস, একটি ট্রাক, পিকআপ এবং কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেয়া হয়েছে। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/নাজিম