চাঁদাবাজি, জবরদখলসহ দুর্নীতির সাথে জড়িত না হবার শপথ নিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে শহরের ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির যৌথসভা শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নেতাকর্মীদের হাত তুলে এ শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্যে তিনি বলেন, মহান আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি, আমরা ১৭ বছর কষ্ট করেছি। একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের জন্য আমরা আজকে থেকে কোন চাঁদাবাজির সঙ্গে, কোন দখলদারিত্বের সঙ্গে, কোন লুটপাটের সঙ্গে, কোন হিংসাত্মক কাজে লিপ্ত হবো না। আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নিরপেক্ষ, সুন্দর নির্বাচন না হবে, ততক্ষণ পর্যন্ত এই সকল অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হবো না। আল্লাহ আমাদের এই মনো বাসনা পূর্ণ করুক। আল্লাহর দোহাই দিয়ে এই কসম আজকে আমরা করছি এবং এই সমাজকে দুর্নীতিমুক্ত করার জন্য, উক্ত ব্যবস্থা চালু করার জন্য প্রশাসন যে সকল ব্যবস্থা নেবে সকল সহযোগিতা আমরা করবো-ইনশাআল্লাহ। সবাই ভাল থাকেন। আমিন, আমিন, আমিন।
এর আগে যৌথ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ৫ আগস্টের পর দখলবাজিতে অনেক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেছে। সাময়িক এ সকল কাজ বন্ধ করে নির্বাচনমুখী হতে হবে। এছাড়া কেউ কমিটি বাণিজ্য কেউ করবেন না। সকল কমিটিতে ত্যাগী ও যারা দলকে ভালবাসে তাদেরকে কমিটিতে রাখতে হবে। প্রতিটি কমিটিতে ত্যাগী ও দলের প্রতি ভালবাসার মানুষকে স্থান দিলে জিয়া রাষ্ট্র গঠন হবে।
তিনি বলেন, যদি দলকে ক্ষমতায় নিতে চান তবে দখলবাজিসহ অপকর্ম থেকে বিরত থাকতে হবে। সুবিধাবাদীদের দলে স্থান দিবেন না। যারা বিদেশে টাকা কামাই করে দলের ঘাড়ে বসেছে, তাদেরকে প্রত্যাখান করুন।
যৌথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, ভিপি শ্রী অমরকৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ভিপি শামীম, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ জেলার প্রতিটি উপজলোর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন