ঘন কুয়াশায় বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জানা যায়নি, তবে তিনি মাছবাহী ট্রাকের চালকের সহকারী (হেলপার) ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে বনবাঘা বাসস্ট্যান্ডের সামনে মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বালুবাহী ট্রাকের চালক। এসময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাছবাহী ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ট্রাকের কেবিন কেটে সহকারীর মরদেহ উদ্ধার করেন। এছাড়া দুই ট্রাকের চালক, একজন হেলপার ও অটোরিকশার দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানান ওসি।
ওসি বলেন, দুর্ঘটনার কারণে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যানজট লেগে ছিল। পরে হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, ‘ঘন কুয়াশাই দুর্ঘটনার মূল কারণ।
এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি। আমরা চেষ্টা করছি নাম-পরিচয় জানার জন্য। মরদেহ থানাতেই আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/নাজিম