মাঘের শীত ও হাড় কাঁপানো ঠাণ্ডায় কাবু কুড়িগ্রামের জনপদ। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় দুর্ভোগে পরেছেন ছিন্নমূল, খেটে-খাওয়া, দিনমজুর ও শ্রমজীবী মানুষরা।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই আমাদের কাছে। পেলে জানানো হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ