১২ বছর পরে ভোটাররা স্বাধীনভাবে ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন। এ নির্বাচনে বিএনপির জতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এবং জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্রতিদ্বন্দ্বিতা করে। তবে জামায়াত সাধারণ সম্পাদক পদসহ মোট ৪টি পদে আংশিক প্যানেল দেয়।
সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিভিন্ন পদে ২২ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার সৈয়দ হোসেন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে জাতীয়বাদী আইনজীবী ফোরাম সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ৫ টি পদে জয় লাভ করে। নির্বাচনে ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৬ জনই ভোট প্রদান করেন।
সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন ৮৭ ভোট পেয়ে সভাপতি এবং ৫৯ ভোট পেয়ে একই প্যানেলের নাসিমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের খান শহিদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ফয়সাল খান এবং জাতীয়বাদী আইনজীবী ফোরামের হাসান সিকদার নির্বাচিত হন।
অর্থ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. শাহাদাত হোসেন (৩), ভিজিল্যান্স সম্পাদক পদে একই প্যানেলের মো. মাহেব হোসেন, লাইব্রেরী সম্পাদক জাতীয়বাদী আইনজীবী ঐক্য প্যানেলর আরিফ হোসেন খান, ভর্তি সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আক্কাস সিকদার, নির্বাহী সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আনিসুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাসুম হাওলাদার নির্বাচিত হন।
বিডি প্রতিদিন/নাজমুল