নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুমন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এড. শরিফ মোল্লা। প্রধান বক্তা ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম শফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, সোনারগাঁ উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল হক, সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, পিরোজপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি দোলোয়ার হোসেন, সনমান্দী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মকবুল হোসেন ও মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মামুন মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক