নীলফামারীর চারটি ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের জোবায়ের হাসানের আল মদিনা ব্রিকস, নুর আলমের এনএসবি ব্রিকস, এমদাদুল হকের জেড স্টার ব্রিকস ও অহেদুল হকের এ স্টার ব্রিকস-এ অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট ভাটা পরিচালনা করায় মদিনা ব্রিকসকে ১ লাখ, এনএসবি ব্রিকসকে ৫০ হাজার, জেড স্টার ব্রিকসকে ১ লাখ ও এ স্টার ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য যে, নীলফামারী জেলার ৬টি উপজেলায় ৫৬টি ইটভাটা রয়েছে। এরমধ্যে সৈয়দপুর উপজেলায় রয়েছে প্রায় ৩৯টি ইটভাটা।
বিডি প্রতিদিন/আশিক