জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১৭২ জনের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ১ কোটি ৭২ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং আন্দোলনে নিহত মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ।
এ সময় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, প্রতিটি জেলায় গিয়ে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ রংপুর জেলার ১শ ৭২ জন আহত যোদ্ধার মাঝে ১ কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ করা হলো। এই তালিকার বাইরে যারা আছেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। যাদের নাম বাদ পড়েছে তাদেরও তালিকা তৈরি করে অনুদান দেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইম প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা