পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব -৮ বছরের বালক ও বালিকাদের নিয়ে যুব কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
যুব কাবাডি প্রতিযোগিতায় জেলার সাত উপজেলার সবকয়টি থেকে বালক দলে অংশগ্রহণ করে। পিরোজপুর সদর, কাউখালি, ভান্ডারিয়া, মঠবাড়িয়া চার উপজেলা থেকে বালিকা দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা ক্রিয়া কর্মকর্তা সাপাতুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ