কুমিল্লার মনোহরগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে কুমিল্লার মনোহরগঞ্জের শাহ শরীফ ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মাদকসহ সবধরনের বিপথগামিতা থেকে যুবসমাজকে রক্ষা করে। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম খেলাধুলার উন্নয়নসহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। সবাইকে সাথে নিয়ে সমাজ থেকে মাদক, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি দূর করে একটি ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ সমাজ বিনির্মাণে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে এলাকার সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার আহ্বান জানান।
শাহ শরীফ রহ. ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মনির হোসেন হেলালের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি এটিএম শওকত হোসেন বিপ্লব, শাহ শরীফ ডিগ্রি কলেজের প্রভাষক মোজাহেরুল ইসলাম, মির্জাপুর সাত পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, রাজনীতিবিদ আবুল কাশেম, আয়োজক জাহিদুল ইসলাম রাশেদ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুদাফরগঞ্জ ফ্রেন্ডস ক্লাব ঝলম থ্রি স্টার ক্লাবকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শীত উপেক্ষা করে নানা বয়সের শত শত দর্শক খেলাটি উপভোগ করেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/জামশেদ