কুড়িগ্রামের কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় বেড়েছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
স্থানীয়রা জানিয়েছে, কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহনগুলোকে দিনের বেলায় ও হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে। খেটে-খাওয়া মানুষরা কাজে যেতে না পায়ায় মানবেতর জীবনযাপন করছে। একদিকে হিমেল বাতাসের কারণে শীতে কষ্টে পড়েছে জেলার নদ-নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষ।
হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। জরুরি কাজ ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। শহরে লোক সমাগম কমেছে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রা উঠানামা করবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ