রাস্তা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে লোকজন। এ সময় রাস্তার দু’দিকে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী-চালকরা দুর্ভোগে পড়েন।
বুধবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার তারাসিমা গার্মেন্টসের সামনে মহাসড়কে এলাকাবাসী এই অবরোধ করেন, যা বেলা সাড়ে চারটা পর্যন্ত স্থায়ী হয়।
অবরোধকারী মিজানুর রহমান বলেন, উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের পুরনো একটি রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। সে কারণে তাদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে। রাস্তাটি আবার চলাচলের জন্য খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করেন গোলড়া গ্রামের মানুষ।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে গ্রামবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। সে কারণে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল চারটার দিকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/এমআই