দিনাজপুর সরকারি মহিলা কলেজে ২ দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু হয়েছে। উৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, তারুণ্য মেলার উদ্বোধন, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা, উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক এবং পলিথিন ও প্লাস্টিক বর্জন, পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়াও তারুণ্যের মেলায় কলেজের বিভিন্ন বিভাগের ২৩টি স্টলসহ জুলাই কর্নার দেয়া হয়েছে।
তারুণ্যের উৎসব এর উদ্বোধনকালে দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি প্রফেসর মো. লুৎফর রহমান তারুণ্য একটি শক্তি ও প্রতিবাদের নাম, তারুণ্য একটি সংগ্রাম উল্লেখ করে বলেছেন, ‘জাতির যে কোন প্রয়োজনে তারুণরা সব সময় এগিয়ে এসেছে। তারুণ্যের এ চেতনাকে আমরা হারিয়ে ফেলবো না, আমাদের নিজেদের চেতনার মধ্যে রেখে আমার সামনের দিকে এগিয়ে যাবো। শিক্ষা, প্রযুক্তি ও মানসিক বিকাশের মাধ্যমে তরুণেরা যেকোনো জাতির জন্য বিশাল সম্পদ হয়ে উঠতে পারে। তাদের ঐক্য, ইতিবাচক চিন্তা-চেতনা ও কাজের প্রতি নিষ্ঠা একটি সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। আগামীতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। যাতে করে দেশের উন্নয়ন কাঠামোয় তরুণরা তাদের উদ্যোমী শক্তি প্রয়োগ করে ভবিষ্যতের কাণ্ডারী হতে পারে, সে জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।’
আজ বুধবার ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান এসব কথা বলেন।
আলোচনা সভায় তারুণ্যের উৎসব-২০২৫ এর উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নুসরাত জাহান মিরা, সহকারি অধ্যাপক মো. তারিকুল ইসলাম প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মালিহা বিনতে অহনা। বৃহস্পতিবার তারুণ্যের উৎসব অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/জামশেদ