লক্ষ্মীপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর জিয়া উদ্দিন আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, বিআরটিএ সহকারি পরিচালক মো. কামরুজ্জামান, টিআইবি'র জেলা সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন, রাফিসহ জেলার সিএনজি, পিকআপ ও ড্রাম ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ।
এসময় বক্তারা জেলার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সড়কের অবকাঠামো উন্নয়ন, সড়ক ব্যবস্থাপনায় দায়িত্বশীল অংশীদারদের মধ্যে সমন্বয়, পথচারী ও চালকদের সচেতনতা বৃদ্ধির ওপর জোরদার করতে বিভিন্ন পদক্ষেপের সিদ্ধান্ত নেন।
বিডি প্রতিদিন/এএম