রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকেই সারা দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়। এতে মঙ্গলবার সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ট্রেন যাত্রীদের বাড়তি চাপ পড়েছে বাসে। ট্রেন বন্ধ থাকায় অনেক পরিবহন মালিক বাসের সংখ্যা বৃদ্ধি করেছে।
ঢাকা-কক্সবাজার রুটের দুটি ট্রেনের মধ্যে কক্সবাজার এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় আজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেল স্টেশেনর মাস্টার গোলাম রব্বানী।
তিনি বলেন, মঙ্গলবার কক্সবাজার থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন ঢাকা যাওয়ার কথা এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেনটি যাওয়ার কথা ছিল। ধর্মঘটের কারণে মঙ্গলবার কোনো ট্রেন কক্সবাজার আসেনি এবং যেতেও পারেনি।
গ্রীন লাইন পরিবহনের কক্সবাজার ইনচার্জ আবদুল্লাহ আজম জুয়েল বলেন, ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনের যাত্রীরা বাস কাউন্টারে আসছেন। এতে করে বাসের ওপর চাপ বেড়েছে। অন্য দিনের মতো ১০টি বাস কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছে। তবে যাত্রীর চাপ এভাবে বাড়লে থেকে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে।
এস আলম পরিবহনের কক্সবাজার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, স্বাভাবিক অবস্থার চেয়ে টিকিটের চাহিদা একটু বেশি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিয়ে অবগত আছি। যাত্রীর চাহিদা থাকলে বাসের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। কোনোভাবেই যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই