চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও যুগান্তরের সাবেক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি জোবদুল হকের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে সেখানেই তার মরদেহ দাফন করা হয়।
জানাজায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি তসলিম উদ্দীন, বর্তমান সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, শিবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, আহ্বায়ক কমিটির সদস্য বারিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল ইসলাম ও শিক্ষক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে গতকাল সোমবার বিকেল সোয়া ৪টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান জোবদুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও প্যারালাইসিস রোগে ভুগছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ