ঠাকুরগাঁওয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করেন জেলা প্রশাসন।
কর্মশালায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা,পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী, জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, যে শিক্ষা বোধসম্পন্ন মানুষের জ্ঞানের বিকাশ ঘটায় এবং যার মাধ্যমে মানবিক দৃষ্টিভঙ্গি ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটে তা মানসম্মত শিক্ষা। এছাড়া বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য জোরদার ভূমিকা রাখার পরামর্শ দেন বক্তারা।
আলোচনা শেষে বিভিন্ন গ্রুপ ভিত্তিক গোল টেবিল বৈঠক করে শিক্ষার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ নেয়া হয় সবার কাছে।
দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ জেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ