ভোটার তালিকা হালনাগাদে জনসাধারণ যেন ভোগান্তির শিকার না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
আজ সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস আয়োজিত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষ্যে জেলা সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার, কুষ্টিয়া কুওয়াতুল দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. তারিকুর রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী প্রভাষক মো. আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া জর্জ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) এফ এম সাইদুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ