পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য এক শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংবাদকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
শেভাযাত্রা শেষে ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নাহিদুল হক’র সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক প্রমুখ।
সভা শেষে ৯ পাউন্ড ওজনের একটি কেক কাটা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব আহম্মেদ পাশা তানভির ও রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপতি ওমর ফারুক।
বিডি প্রতিদিন/আরাফাত