মুন্সিগঞ্জের মোল্লাকান্দির চরডুমুরিয়ায় বাড়িতে ঢুকে সন্ত্রাসীদের গুলিতে মা-ছেলে আহত হয়েছেন। শনিবার রাতে মোল্লাকান্দির চরডুমুরিয়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ছেলে জিহাদ মীর (১৫) ও আহত মা জরিনা বেগমকে (৩৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে মা-ছেলেকে লক্ষ্য করে গুলি করে। এতে ছেলে গুলিবিদ্ধ হয় এবং আরেকটি গুলি তার মায়ের গালে লেগে বের হয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, মা জরিনা বেগমের শরীরে গুলি পাওয়া যায়নি। তবে গাল কেটে গুলি বেরিয়ে গেছে। এতে গালে জখম রয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই