তারুণ্যের উৎসব উপলক্ষে ‘বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাউছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।
সভায় জেলা প্রশাসক বলেন, ‘জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে এটি একটি দারুণ উদ্যোগ। আমরা যেহেতু বৈষম্যমুক্ত দেশ গঠনের স্বপ্ন দেখছি, সেক্ষেত্রে এই ধরনের উৎসবের মাধ্যমে তা বাস্তবায়নের জন্য সরকার সময়োপোযোগী উদ্যোগ গ্রহণ করেছে বলেই আমার বিশ্বাস।’
তারুন্যের শক্তিতে বলিয়ান হয়ে এদেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য এবং মানবিক মর্যাদার চিরস্থায়ী বন্দোবস্ত। তাই আজ সময় এসেছে তারুন্যের ভাবনায় বাংলাদেশ বির্নিমানের’। সভায় প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম