ফেনী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা এজিএম বদরুদ্দোজা (৭২) আর নেই। শনিবার (২৫ জানুয়ারি) ভোর ৫টায় ফেনীতে ইন্তেকাল করেন তিনি।
মাওলানা বদরুদ্দোজা ১৯৮৪ সালে ফেনী জেলা হওয়ার পর থেকে ১৯৯১ সাল পর্যন্ত জেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসা, ফেনী শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ, সোনাগাজী আল হেলাল একাডেমিসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার একমাত্র ছেলে আবদুল্লাহ আল-ফাহিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল।
শনিবার বাদ জোহর তারই প্রতিষ্ঠিত ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। পরে একই ইউনিয়নের সোনাপুর গ্রামে মরহুমের নিজস্ব পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার সাবেক আমির বদরুদ্দোজার মৃত্যুতে বর্তমান আমির মুফতী মাওলানা আবদুল হান্নান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক