মাদারীপুরে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ (খাতা,কলম,ক্রেস্ট,ঘড়ি ক্যালকুলেটর,স্কুল ব্যাগ) বিতরণ করা হয়। শনিবার সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে বিনামূল্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এই আয়োজনটিতে অর্থায়ন করে প্রবাসীরা সার্বিক সহযোগিতা করে পাকদী নবীন যুব সংঘের প্রধান উপদেষ্টা সাইদুল হক ফরাজী, এ সময় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ জেলার সিনিয়র সাংবাদিকরা বক্তব্য প্রদান করেন। প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে কলম, তিনটি খাতা, একটি পিন মেশিন, রাবার পেন্সিল ও একটি স্কুল ব্যাগ দেওয়া হয়।
অনুষ্ঠানে পাকদী নবীন যুব সংঘের সভাপতি সাব্বির হক ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ হাবিবুল আলম (উপসচিব) মাদারীপুর পৌরসভা। বিশেষ অতিথি ছিলেন, চাতক চাকমা অতিরিক্ত পলিশ সুপার সদর সার্কেল মাদারীপুর।পাকদী নবীন যুব সংঘের সাধারণ সম্পাদক মো.ইকবাল মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো: হাবিব উল্লাহ খান জেলা শিক্ষা অফিসার মাদারীপুর প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ