চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ হাবিল জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি মোন্নাটোলা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। আজ শনিবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।
আহত হাবিলের ভাবি সুলেখা বেগম জানান, হাবিল ভোর ৫টার দিকে জমিতে সেচ দিচ্ছিল। এমন সময় বিএসএফ গুলি করলে হাবিলের বুকের ডানদিকে গুলি লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটির বিস্তারিত খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন