বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার পৌরসভায় অভিযান চালিয়ে কাগজপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে গুরুত্বপূর্ণ কিছু কাগজ জব্দ করা হয়।
বিশেষ করে সড়কবাতি প্রকল্পে নিম্নমানের সরঞ্জাম ক্রয়ের বিষয়ে গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
দুদক কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানের শুরুতেই মেয়রের কক্ষে তল্লাশি চালানো হয়। পরে পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী হিসাব রক্ষকের রুম থেকেও কিছু কাগজপত্র জব্দ করা হয়।
সহকারী পরিচালক অনিক বড়ুয়া বলেন, সিন্ডিকেট করে ভুয়া প্রকল্প, বিল ভাউচার, মাস্টাররোল বানিয়ে প্রকল্প তৈরি ও মাস্টাররোলে কর্মচারী দেখানোসহ ঠিকাদারদের কাছে থেকে কমিশন বাণিজ্য, দৈনিক রাজস্ব আয় থেকে টাকা গায়েবের অভিযোগ রয়েছে। এছাড়া অধীনস্ত কর্মচারীদের জিম্মি করে রাখারও অভিযোগ রয়েছে। সাবেক মেয়রদের ভুয়া বিল পাস করারও অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। কাগজপত্র জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়া হবে।
বিডি প্রতিদিন/একেএ