ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য এমএ খালেক বলেছেন, বিএনপি সর্বদাই জনকল্যাণে কাজ করছে। দেশের ক্রান্তিকালে হাল ধরছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে বাঞ্ছারামপুর কদমতলী কান্দু শাহ (র.) খেলার মাঠে কদমতলী ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এমএ খালেক বলেন, দেশ ও জনগণের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৭ বছর লড়াই করেছে বিএনপি। যেকোনো সময় নির্বাচন দিলে জনগণের ভোটে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনবে দেশের জনগণ। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, ফ্যাসিবাদের দোসররা যেন মাথা চাড়া না দিতে পারে।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন—সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান, বিশিষ্ট সমাজসেবক কাজী ফারুক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মতিউর রহমান জালু, যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।
পরে তিনি দূর্গারামপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া এবতেদিয়া মাদ্রাসা মাঠে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল