বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের কেরামত আলী মার্কেটে একটি ব্যক্তিগত গোডাউন থেকে খোলাবাজারে বিক্রির (ওএমএস) ৬০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এসব চাল জব্দ কালে দুই চোরাকারবারিকে গোডাউন থেকে গ্রেফতার করে।
গ্রেফতাককৃতরা হলেন-গোডাউনের মালিক উপজেলার কাথলী গ্রামের প্রফুল্ল মজুমদারের ছেলে আশাতীত মজুমদার (২১) ও গোডাউনের কর্মচারী বারাশিয়া গ্রামের দাবির উদ্দীন ভূইঁয়ার ছেলে আব্দুর রসূল (৪৫) ।
চোরাকারবারি গ্রেফতার ও সরকারি চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবীর জানান, উপজেলা সদরের কেরামত আলী মার্কেটে মজুমদার ভান্ডার নামক ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে চোরাকারবারিরা সরকারি খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজির ৬০০ বস্তা ওএমএসের চাল মজুদ করেছে এমন খবর আসে পুলিশের কাছে। খবর পেয়েই বুধবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে গোডাউন থেকে গ্রেফতার ও ৬০০ বস্তা ওএমএসের চাল জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ