রাজশাহীতে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়াারম্যানকে ‘অপহরণের’ অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের কাছে বিএনপিকর্মী পরিচয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। অপহরণের শিকার বাবুল দেওয়ান বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
বাবুল দেওয়ানের স্ত্রী সানোয়ারা খাতুন ইতি জানান, তারা নগরীর শালবাগান এলাকায় পরিবারসহ বসবাস করেন। বুধবার সন্ধ্যায় তার স্বামী বাবুল দেওয়ান আরডিএ মার্কেটে যান। সেখান থেকে তাকে অপহরণ করা হয়।
পরে বুধবার রাত ১১টার দিকে বাবুল দেওয়ানের স্ত্রীর মোবাইলে ফোন করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা রেডি রাখতে বলা হয়েছে। মুক্তিপণের টাকা পেলে তার স্বামীকে ফেরত দিয়ে যাবে। যারা অপহরণ করে আটকে রেখেছে, তারা নিজেদের বিএনপির কর্মী পরিচয় দিয়েছে বলে জানান তিনি।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, বাবুল দেওয়ানের স্ত্রী মৌখিকভাবে অভিযোগ করেছেন। পরিবারের সদস্যরা খুঁজছেন, পুলিশও খুঁজছে।
বিডি প্রতিদিন/নাজিম