বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক (নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান) হৃদয় হোসেন গোলজারকে বহিষ্কার করা হয়েছে।
২১ জানুয়ারি রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় হোসেন গোলজারকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
বিডি প্রতিদিন/একেএ