মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম কর্তৃক পৌরসভার সচিব রেজাউল করিমকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে পৌর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। বুধবার সকালে পৌর ভবনের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা।
মাগুরা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান অভিযোগ করে জানান, মঙ্গলবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম তার সঙ্গীদের সাথে নিয়ে মাগুরা পৌরসভায় আসেন। এ সময় তারা পৌরসভার সচিব রেজাউল করিমের কক্ষে প্রবেশ করে ১৪ বছর আগের ঠিকাদারি কাজের টাকার জন্য তাকে দিয়ে জোর করে চেক সই করতে চাপ দিতে থাকেন।
একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। যে কারণে আমরা আমাদের নিরাপত্তার জন্য কর্মবিরতি পালন করছি। যতক্ষণ এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ আমরা কর্মবিরকত পালন করে যাব।
এ বিষয়ে অভিযুক্ত আশরাফুজ্জামান শামীম জানান, ১৪ বছর আগের একটি বিল যাচাই-বাছাই শেষ হয়েছে অনেক আগে। কিন্তু তিনি চেক দেন না। এ ব্যাপারে অনেক বার তার সাথে কথা হয়েছে। চেক দেওয়ার কথা বলেন, কিন্তু তিনি চেক দেন না। গতকালও যথারীতি আমি তার অফিসে গিয়েছি চেকের জন্য, কিন্তু তার সাথে কোনো খারাপ আচরণ করিনি। তিনি যদি কোনো অভিযোগ করে থাকেন, সেটি সত্যি না।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, দলের পেছনে যার যত বড় অবদানই থাক না কেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করলে তার কোনো ক্ষমা করা হবে না। এটা আমাদের দলীয় প্রধান তারেক রহমানের কথা। এ ব্যাপারে তিনদিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পৌর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
বিডি প্রতিদিন/এমআই