বগুড়ার ধুনটে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি বানর। পরিবেশ বিপর্যয় ও খাদ্য সঙ্কটের কারণে দলছুট হয়ে বানরটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করছেন অনেকে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর থেকে উপজেলার যমুনা নদীর ভাঙন জনপদ ভান্ডারবাড়ি, পুকুরিয়া ও ভুতবাড়িসহ প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রামে ঘুরছে বানরটি। বানর দেখতে উৎসুক জনতার ভিড় জমাচ্ছে।
হঠাৎ বাড়ির টিনের চালে বানরের দৌড়াদৌড়ি দেখে মানুষের নজর পড়ে। কখনও আমগাছের ডাল ধরে লাফিয়ে উঠে টিনের চালে। কখনও টিনের চালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে বানরটি। তবে একে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্কেরও কমতি নেই। এলাকাবাসি কলা, বিস্কুট, বাদাম, কেক যা ছুঁড়ে দিচ্ছে সেটাই গ্রহণ করছে বানরটি।
বগুড়া অঞ্চলে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন 'তীর' এর সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তারি তাবাসসুম শিথিলা জানান, বনে খাদ্যের অভাবে বানরটি দলছুট হয়ে এ এলাকায় চলে এসেছে। বানরটির শান্ত ভাব রয়েছে। এখন পর্যন্ত কাউকে ক্ষতি করেনি। এরা সারা দেশজুড়ে বিচরণ করে। হয়তো যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। তবে প্রাণীটিকে বিরক্ত না করার আহ্বান জানান তিনি।
উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, বানরটি নিরাপদ খাদ্য ও আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বানরটি কোথা থেকে কীভাবে এই এলাকায় এসেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে বানরটি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা