গাইবান্ধার গোবিন্দগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্কুলশিক্ষক মোস্তফা কামাল সুমনসহ দুই জনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মারুফ হোসেন জামিন আবেদনের শুনানী শেষে এ আদেশ দেন।
গাইবান্ধার কোর্ট পরিদর্শক (সিএসআই) আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করে জানান, কারাবন্দিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল সুমন (৪৩)। তিনি পৌর শহরের বুজরুক বোয়ালিয়া এলাকার (প্রধানপাড়ার) সোলায়মান আলীর ছেলে। অপরজন উপজেলার নাকাই ইউনিয়নের পোগইল এলাকার ওয়াহেদুন্নবী সরকার নুনুর ছেলে রায়হান ফরহাদ লিখন (৩৫)।
এর আগে বেলা ১০ টার দিকে তারা আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে ৭ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধানের ছেলে তানভীর প্রধানের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তানভীরকে রক্ষায় রুহুল আমীন নামের এক ব্যাক্তি এগিয়ে আসলে তাকেও মারপিট করে হাত-পা ভেঙ্গে দেওয়া হয়। এ ঘটনার ১০ বছর পর গত বছরের ১৪ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন তানভীর। এতে ওই দুই জন ছাড়াও ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।
ওই মামলা সুমন ও লিখন আদালতে জামিনের আবেদন করলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামিরা পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এএম