সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাতগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশে ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সৈয়দ হোসেন মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কে.এম. মামুনুর রশিদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান জিল্লু, যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জরু, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, উপজেলা পৌর কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মামুন সরকারসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই